Privacy Policy
Introduction
আমরা আপনার গোপনীয়তাকে গুরুত্ব সহকারে দেখি। এই Privacy Policy ব্যাখ্যা করে কীভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করি যখন আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন।
Information We Collect
আমরা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারি: নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, ডেলিভারি ঠিকানা, পেমেন্ট সংক্রান্ত তথ্য এবং আপনার অর্ডার ইতিহাস।
How We Use Your Information
আপনার তথ্য ব্যবহার করা হয় অর্ডার প্রসেস করা, পণ্য ডেলিভারি দেওয়া, কাস্টমার সাপোর্ট প্রদান, পেমেন্ট যাচাই এবং আমাদের সেবা উন্নত করার জন্য।
Cookies & Tracking Technologies
আমাদের ওয়েবসাইটে Cookies ব্যবহার করা হতে পারে যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত হয়। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে Cookies নিষ্ক্রিয় করতে পারেন।
Data Protection
আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে যথাযথ টেকনিক্যাল ও অর্গানাইজেশনাল ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান সম্পূর্ণ নিরাপদ—এমন নিশ্চয়তা দেওয়া যায় না।
Sharing of Information
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দেই না। তবে অর্ডার ডেলিভারি, পেমেন্ট প্রসেসিং বা আইনি প্রয়োজনে নির্ভরযোগ্য সার্ভিস প্রোভাইডারের সাথে তথ্য শেয়ার করা হতে পারে।
User Rights
আপনি চাইলে আপনার ব্যক্তিগত তথ্য আপডেট, সংশোধন বা ডিলিট করার অনুরোধ করতে পারেন। এ বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Third-Party Links
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। আমরা সেই ওয়েবসাইটগুলোর Privacy Policy এর জন্য দায়ী নই।
Changes to This Policy
আমরা যেকোনো সময় এই Privacy Policy আপডেট করার অধিকার রাখি। পরিবর্তিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।
Contact Us
আমাদের Privacy Policy সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের Contact পেজের মাধ্যমে যোগাযোগ করুন।